আসসালামু আলাইকুম,
আশা করি স্বাধীনতার মাসে আপনারা সকলেই ভালো আছেন। আজ ANDROID ফোনের জন্য অনেক উপকারী অ্যাপলিকেশন এনেছি। আশা করি আপনাদের পছন্দ হবে। আজ প্রথম আলোতে দেখলাম অ্যাপলিকেশন সম্পর্কে। আমার খুব ভালো লাগলো। ভাবলাম এই অ্যাপলিকেশনটি আপনাদের অনেক উপকারে আসবে। তাই পোস্ট না করে কি থাকতে পারা যায়। তাই আপনাদের জন্য আমার এই গুরুত্বপূর্ণ পোস্ট। তাহলে চলুন শুরু করা যাক আজকের পোস্ট। আশা করি পিসি হেল্পলাইন বিডির সকল পাঠকের ভালো লাগবে।
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
কতখানি হেঁটে কতটা ক্যালরি খরচ করলেন, কত গতিতে হাঁটলেন—এসব তথ্য জানিয়ে দেবে রানকিপার অ্যাপলিকেশনটি। শুধু হাঁটা নয়, দৌড়ানো, সাইক্লিং, পাহাড়ে ওঠা—এসবও ট্র্যাক করতে পারবেন রানকিপার দিয়ে। মুঠোফোনের জিপিএসের মাধ্যমে কাজ করে রানকিপার।
এতে আপনি আপনার পুরো ফিটনেস রুটিনের তথ্য রাখতে পারবেন। নিচ থেকে কিছু টুকটাক ইনফর্মেশন দেখে নিতে পারেন। আশা করি কিছুটা হলেও উপকারে আসবে।
যেমন:
- প্রতিদিন কতখানি হেঁটেছেন।
- আপনি কত গতিতে হাঁটলেন।
- পুরো মাসে আপনি কতটা পথ হাঁটলেন।
- হাঁটা শুরুর আগে আপনার ওজন কত ছিল।
- ওজন কমা বা বাড়ার হার কত হয়েছে।
- প্রতিদিন কত ক্যালরি খরচ করছেন।
- এসবই জানতে পারবেন। ফেসবুক বা টুইটারে তা শেয়ার করতেও পারবেন।
এর বিল্ট-ইন অডিও আপনাকে নির্দিষ্ট সময় পর পর বলে দেবে, আপনি কতখানি হাঁটলেন, কত ক্যালরি খরচ হলো ইত্যাদি। বিনামূল্যে ব্যবহার করা যাবে।
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
ডাউনলোডের ঠিকানা
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
যেকোনো সমস্যায় কবিরাজি দাওয়াখানায় ভিজিট করুন
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
—–ভালো থাকুন – সুস্থ থাকুন——
পিসি হেল্পলাইন বিডির সাথে থাকুন
————আল্লাহ্ হাফেজ———
No comments:
Post a Comment