Saturday, March 5, 2016

টাকা ইনকামের জন্য মানসম্মত একটা সাইট! টাকা পাবেন গ্যারান্টী সহকারে।

আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন??? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। টিউনটি পড়ার শুরুতে টাইটেলটা নিশ্চয় দেখেছেন, তো এবার সরাসরি টিউনে চলে যাই।
বর্তমানে অনলাইন জগতটা একটা বানিজ্য কেন্দ্রেয় ন্যায় হয়ে গিয়েছে। আজকের দিনে সকলে অনলাইনে আসে ব্যাবসা করতে। হয়ত সে এই টাকা দিয়ে ধনী হতে পারবে না, তবে হাতখরচ চালানোর জন্য অনলাইন জগতটাই শ্রেয়।
বর্তমানে অনেক ওয়েবমাস্টার আছেন যারা তাদের নিজস্ব সাইট পরিচালনা করেন, কিন্তু ইনকামের কথা উঠলেই তাদের অভিযোগ এটাই যে কোন এড নেটওয়ার্ক মানসম্মত নয়। ঐসকল এড নেটওয়ার্কের নানা ধরনের দোষ আছে তবে সবচেয়ে বেশি যেটা ভাওতাবাজি তা হল, পেমেন্ট না দেওয়া।
আজকে আপনাদেরকে এমন একটি এড নেটওয়ার্কের সাথে পরিচয় করিয়ে দেব, যে সাইট আসলেই পেমেন্ট দেয়।
সাইট নামঃ http://paywapbd.com
সাইটটির বৈশিষ্টঃ
১) মাত্র ৭০ ক্লিকে ১ ডলার দেয়।
২) ৩০০ পপআপ ইমপ্রেশনে ১ ডলার দেয়।
৩) পেমেন্ট পাবেনঃ পেপাল, পাইজা, বিকাশ, ও মোবাইল রিচার্জ।
রেজিষ্ট্রেশন করতে এই লিংকে ক্লিক করুন
এই সাইটের এড ব্যবহার করে আপনি শতভাগ পেমেন্ট পাবেন। নিচে কিছু স্কিনশর্ট।
আমার ব্যালেন্সে ১১.৭৮ ডলার ছিল, আমি পেআউট করেছিলাম।


আর পেমেন্ট পেয়েছিলাম, ঠিক তিন ঘন্টা পরেই।

আর আমার পূর্ববর্তী পেমেন্ট প্রুফ হিস্টোরি হলোঃ

আমার উপরে ভরসা রাখতে পারেন। যদি পেমেন্ট না পান তখন আমারে দায়ী করবেন। অনলাইনে হয়তো অনেকবার ঠকেছেন, এবার নাহয় একটু বিশ্বাস নিয়েই চেষ্টা করে দেখুন।

No comments:

Post a Comment

visite