Sunday, February 3, 2013

ট্রান্সফর্মার চোর ধরতে গিয়ে পুলিশ নিহত

Published: 2013-02-03 14:55:46.0

বিদ্যুতের ট্রান্সফর্মার চোর ধরতে মুন্সীগঞ্জের গজারিয়ায় গিয়ে হামলায় নিহত হয়েছেন গোয়েন্দা পুলিশের এক উপ-পরিদর্শক

নিহত শরীফুল ইসলাম (৩৮) মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম শাখায় কর্মরত ছিলেন।
মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, এ ঘটনায় শিপন নামে এক ‘চোরকে’ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইসহাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদল চোর ট্রান্সফর্মার চুরি করে ট্রাকে করে ঢাকায় আসছে বলে গভীর রাতে খবর পান তারা। এরপর গোয়েন্দা পুলিশের ১৩ জন সদস্য দুটি মাইক্রোবাস নিয়ে ঢাকা-চট্টগ্রাম প্রধান সড়কের গজারিয়া থানা এলাকায় উপস্থিত হন চোর ধরতে।
ভোর সাড়ে ৪টার দিকে ট্রাকটি পৌঁছানোর পর মাইক্রোবাস দুটি রাস্তায় রেখে ব্যারিকেড সৃষ্টি করেন গোয়েন্দারা। কিন্তু চালক ট্রাক না থামিয়ে দ্রত চালিয়ে যেতে থাকে এবং সামনে থাকা একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়।
“এ সময় শরীফ স্যার লাফ দিয়ে ট্রাকের বাম পাশের দড়জার হ্যান্ডেল ধরে ঝুলে পড়েন এবং চালককে ট্রাক থামাতে বলেন। কিন্তু চালক না থামিয়ে জোরে টান দেয়।”

এক পর্যায়ে ট্রাকে থাকা এক ‘চোর’ শরীফের মাথায় আঘাত করলে তিনি নিচে পড়ে যান।
এ সময় গোয়েন্দা সদস্যরা পেছন থেকে ট্রাক লক্ষ্য করে গুলি ছুড়লে শিপন নামে একজন গুলিবিদ্ধ হন। এরপর চোরের দল একটু দূরে ট্রাক ফেলে রেখে পালিয়ে যায়।
এএসআই ইসহাক জানান, আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা এসআই শরীফুলকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, শরীফের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার শাহাবুদ্দিন খান জানান, জামালদি বাসস্ট্যান্ডের কাছে কিছু কাঠের গুঁড়োর বস্তা ও একটি ট্রান্সফরমারসহ ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।
গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার শিপনের বাড়ি মাদারিপুর জেলার কালকিনি গ্রামে বলে পুলিশ সুপার জানান।
আর নিহত এসআই শরীফের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচির চন্দ্রগাতি গ্রামে। তার বাবার নাম গাজী মো. আবদুর রশীদ।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান বলেন, “শরীফ কবিতাও লিখতো। তার লেখা অনেক ছড়া কবিতা রয়েছে।
শরীফের মৃত্যুর খবরে মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ ও গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন।
দুপুরে রাজাবাগ পুলিশ লাইন মাঠে জানাজা শেষে শরীফের লাশ তহার গ্রামের বাড়িতে পাঠানো হবে বলে মশিউর রহমান জানান।
এস আই শরীফ স্ত্রী জেসমিন আক্তার ও দুই মেয়ে সাফিন ইসলাম নোভা (৮) ও হুমাইরা ইসলাম সাজিনকে (৬) রেখে গেছেন।

No comments:

Post a Comment

visite