Saturday, February 9, 2013

আপনাদের জন্য অসাধারণ কার্যকারী নতুন একটি সফটওয়্যার (Shutter soft+License key)


আসসালামু আলাইকুম,

সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা রইলো। আশা করি আপনারা ভালোই আছেন।আজ আপনাদের জন্য দারুণ একটি সফটওয়্যার নিয়ে এসেছি। আপনারা অনেক প্রয়োজনে টাইম শিডিউলার, shutdowner, timer ইত্যাদি  সফটওয়্যার ইউস করেন। আজকের পোস্ট তেমনই একটি অসাধারণ সফটওয়্যার নিয়ে কিন্তু এর সুবিধা অনেক বেশি এবং অভাবনীয়……..
Capture

আপনাদের জন্য আজকের সেই সফটওয়্যার হল Shutter (v.2.0.1.3)  ,এটি একটি টাইম শিডিউলার সফটওয়্যার। আপনারা বিভিন্ন প্রয়োজনে টাইম শিডিউলার ব্যাবহার করে থাকেন, যেমনঃ নির্দিষ্ট সময়ে পিসি Shutdown, restart, sleep, log off ইত্যাদি। এই সফটওয়্যার এসবই করতে পারে কিন্তু  একটু অন্য ধাঁচে।
আজকে আগে ঝটপট Download করে নিন, তারপর বিস্তারিত আলোচনা করবো।


download_button1


————Shutter Soft || 1.00 MB————–
Download

===================================================================
ডাউনলোড করা হয়ে গেলে, আমারা নিচের ধাপগুলো অনুযায়ী step by step জানবো এবং কার্যাবলী দেখবো।
১।প্রথমে জিপ ফাইলটিকে Extrat করুন।
২।Extrat করার পর আপনি দুটো ফাইল পাবেন; একটি সফটওয়্যার ফাইল অন্যটি পাসওয়ার্ড কি।
৩।এখন Sutter.exe ফাইলটিতে ক্লিক করে ওপেন করুন
dgdg

৪। উপরের ছবির মত next করতে থাকুন।
৫। Shutter সফটওয়্যারটি যেহেতু License প্রাপ্ত, সেহেতু পাসওয়ার্ড ছাড়া ইন্সটল হবে না।
৬। এই সফটওয়্যারের password/License key হল=     s85go-789nb-dty8d-v6g2d
৭। এই পাসওয়ার্ড  ইন্সটলে copy/paste করুন।[ আপনি পাসওয়ার্ডটা ডাউনলোড ফাইলের মধ্যেও পাবেন]
dgdhj
৮। password key দেওয়ার পর next করে setup টা finish করুন।
৯। ইন্সটল এর পর সফটওয়্যার টি ওপেন করুন—
gfdh
===================================================================
১০। সব কাজ শেষ, এখন আপনি সফটওয়্যার দিয়ে বিভিন্ন  style-এ টাইম শিডিউলার কাজ করতে পারবেন।
১১। এখন আপনি বিভিন্ন EVENT সিলেক্ট করে Action কার্যকর করতে পারবেন।
* এই সফটওয়ারে আপনি ১০ টি উপায় বা event পাবেন, যেটা অন্যান্য সফটওয়ারে থাকে না বললেই চলে। event হিসাবে Countdown, On Time, Winap Stops, Low CPU Usage, User Inactive, Battery Low, Window Closes, ping Stops, File Size Limit, Process Stops হলে Action কার্যকর হবে। তথা, উদাহরনঃ আপনি যদি Event হিসাবে  Process Stops সিলেক্ট করেন, যেমন ফায়ারফক্স Process, সেটি যদি বন্ধ হয় তাহলে আপনার পিসি Action অনুযায়ী shut down বা, sleep বা, যেটা আপনি সিলেক্ট করবেন, সেটি কার্যকর হবে। তেমনি  Event অনুযায়ী সকল কাজ সময় বা timing করে সম্পূর্ণ হবে।।
===================================================================
ডাউনলোড লিংকটা আবার দিলাম- (Don’t Miss To Download || 1.00 MB)
Download
===================================================================
যেকোনো সমস্যায় comment করতে ভুলবেন না। ভাল-মন্দ-খারাপ যেমনই লাগে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ।

জলদি! জলদি! ফেসবুকে LIKE দিয়ে দিন—  like
ফ্যান পেজে LIKE  দিয়ে আমাদের নতুন পোস্টের লিংক এবং তথ্য ফেসবুকে পাবেন।
win8
—–ভালো থাকুন – সুস্থ থাকুন——

No comments:

Post a Comment

visite